স্টাফ রিপোর্টারঃ
ঢাকার খিলক্ষেত থানাধীন আশিয়ান সিটির প্রকল্পের ভিতরে বিগত ১৩ জানুয়ারি স্বদেশ প্রপার্টির দারোয়ান বি এন পি নেতা কাওছারকে কুপিয়ে হত্যা এবং কবির দেওয়ানকে মারাত্মক জখম করে আশিয়ান সিটির নজরুল বাহিনীর সন্ত্রাসীরা। মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার করছেনা পুলিশ বলে অভিযোগ উঠেছে । আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কাওছার, কবিবের এলাকাবাসী ও স্বজনরা।
সুত্রমতে জানাযায় আশিয়ান সিটির প্রকল্পের নজরুল ভূঁইয়ার সন্ত্রাসী বাহিনী প্রকল্পের ভিতরে স্বদেশ প্রপার্টির দারোয়ান বি এন পি নেতা কাওছারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে এবং কবির দেওয়ানকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। উক্ত বিষয় খিলক্ষেত থানায় মোঃ নজরুল ইসলাম ভূইয়া (৬২), পিতা-মৃত আব্দুল হাকিম ভূইয়া, প্রাঃ-বরুয়া, থানা-ফিলক্ষেত, জাহিদুল ইসলাম ভূইয়া (৫২), পিতা-মৃত আব্দুল হাকিম ভূইয়া, সাং-বরুয়া, থানা-খিলক্ষেত, সাইফুল ইসলাম ভুইয়া (৪৪), পিতা-মৃত আব্দুল হাকিম ভূইয়া, সাং-বরুয়া, থানা-ফিলক্ষেত, মোঃ হৃদয় রাজ(২৫), আরিফ রাজ (৪০), পিতা-সুরুজ রাজ, সাং-বরুয়া রাজপাড়া, থানা-খিলক্ষেত, ঢাকা,
মোঃ রায়হান মোল্লা (২৯), পিতা-আবুল মোল্লা, সাং-বরুয়া, থানা-খিলক্ষেত, ঢাকা, মোঃ রাব্বী শিকদার (২৫), পিতা-মোস্তাফা শিকদার, সাং-বরুয়া শিকদার বাড়ী, থানা-খিলক্ষেত, ঢাকা, মোঃ আমিনুল ইসলাম বাবু (৩৫), পিতা-মিনারুল, সাং– বেতুলী, থানা-উত্তরখান, ঢাকা, আবির হোসেন (২৬) পিতা-মিনারুল, সাং-বেতুলী, থানা-উত্তরখান, ঢাকা, মোঃ রানা রালেজ (৩০), পিতাঃ মিনারুল রাজ, সাং-বরুয়া, থানা-ফিলক্ষেত, সৌভর হাসান ভুইয়া (৩২), পিতা- তাইজুল ইসলাম ভূইয়া, সাং-বরুয়াদের কে আসামি করে একটি হত্যা মামলা দয়ের করেন কাউছারের বোন মোর্সেদা বেগম। বাদি সহ এলাকার সচেতন মহলের দাবি হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বড়ালেও পুলিশ প্রশাসন তাদের গ্রেফতার করছেনা ফলে বাদির পরিবার আতঙ্কে দিনপাত করছে। এই বিষয়ে আহত বি এন পি নেতা কবির দেওয়ানের ভাই খিলক্ষেত থানা সাবেক সহ-সভাপতি খিলখেত থানা যুবদল মোঃ খায়রুল ইসলাম দেওয়ান বলেন বিগত ১৩ জানুয়ারি ১২টার দিকে আমার ভাই কবির দেওয়ান ও কাওছারকে আশিয়ান সিটির নজরুল বাহিনীর সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতম আহত করে কাওছার ঘটনাস্থলে মারা যায় এবং কবির দেওয়ানের গলায় দায়ের কোপে দুটি রগ কেটে যায়।দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আল্লাহর রহমাতে বেচে আছে। আমি আশিয়ান সিটির নজরুল ইসলাম ও তার বাহিনীর সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি।
এদিকে খিলক্ষেত থানার অন্তর্গত আশিয়ান সিটির প্রকল্পের বিরুদ্ধে জমি জবরদখল করে বালি ভরাট করার অভিযোগ করেন ভুক্তভোগী নিরিহ জনগন। এলাবাসীর অভিযোগ রক্তের দাগ মুছতে না মুছতে আবার আশিয়ান সিটির জোর পূর্বক জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে । তারপরও তার কার্যক্রম চলমান। পুরানো রূপে নজরুল ভূঁইয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী বরুয়া এলাকায় মাছের ঘের ভরাটের চেষ্টা চলছে । প্রায় ৩৫ বিঘা জমি মধ্যে ১০-২০ শতাংশ জমি ক্রয় করে আশিয়ান সিটি।
আশিয়ান সিটি পুরো জমি দখলের চেষ্টা করে। সাধারন মানুষের ধারনা আবার কখন কার জমি ভরাট করে নিয়ে যায়। কখন যে কাকে খুন করে। উক্ত বিষয় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নজরুল ভূঁইয়ার কাজে যেই কেউ বাধা সৃষ্টি করে, তাকে নানান ভাবে হুমকি দিয়ে সরানোর চেষ্টা করে।পরে যদি তাতেও না শুনে তাকে নাকি তার সন্ত্রাস বাহিনী দিয়ে মেরে ধামাচাপা দেয় এরকম অভিযোগ করেন এলাকার সাধারণ জনগন। এদিকে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে কাওছার, কবিবের স্বজনরা এবং এলাকাবাসী। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন তিনজন আসামি জামিনে আছে বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply