1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
Title :
মার্কিন প্রতি‌নি‌ধিদলকে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণায় কঠিন হতে পারে ইউরোপে আশ্রয় হামলার অভিযোগে চট্টগ্রামে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ সকা‌লে ঢাকা ছে‌ড়ে‌ছেন পা‌কিস্তানের পররাষ্ট্রস‌চিব ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম গাইবান্ধায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই ‘সিলেটের সুযোগ সুবিধা স্বপ্নের মতো’, প্রস্তুতি প্রসঙ্গে সিমন্স চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার দলিত সম্প্রদায়ের অবস্থা পরিবর্তনে এই সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৩ শতাংশ

  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮২.৮২ শতাংশ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে দেশের পাঁচটি বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনটি ইউনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা ও ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটভুক্ত ‘বি’ ইউনিটে মোট ৫৫৯টি আসন রয়েছে। বাণিজ্য শাখায় ৩৬৭টি, বিজ্ঞান শাখায় ১৬৬টি এবং মানবিক শাখায় রয়েছে ২৬টি আসন।

আসনগুলোর বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে মোট ৩৫ হাজার ১৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হন। যা মোট পরীক্ষার্থীর ৮২ দশমিক ৮২ শতাংশ।

পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে রাবি কেন্দ্রে ১৩ হাজার ৬৩১ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৩০ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১০ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেন।

এদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের প্রধান ফটকের সামনে বেলা সাড়ে ১১টায় ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

তিনি বলেন, এ বছরের ভর্তি পরীক্ষায় আমরা এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আশা করছি, আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবো। পরীক্ষায় কেউ যেন কোনো ধরনের প্রক্সি জালিয়াতি কিংবা অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য আমরা তৎপর আছি।

স্বস্তিতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা: এ বছর প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অভিভাবক ও পরীক্ষার্থীদের ভোগান্তি কমেছে।

অভিভাবকেরা বলেন, বিগত সময়গুলোতে রাজশাহীতে দূর-দূরান্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসতো। এতে আমরা রিকশা ভাড়ার দৌরাত্ম্য, হোটেল ও মেসগুলোতে ভাড়া বাণিজ্যের খবর পেতাম।

তবে এ বছরে আমরা সকাল বেলা রওনা দিয়ে এসে পরীক্ষা শেষ করে বাচ্চাদের নিয়ে আবার ফিরতে পারবো। এতে আমাদের ধারণার চেয়েও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট