ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (গ ইউনিট) বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে বিজ্ঞান শাখা থেকে ৪৯৩ জন এবং মানবিক শাখা থেকে ১৪২ জন উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের শনিবারের (১৯ এপ্রিল) মধ্যে বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করতে বলা হয়েছে।
ব্যবসায় শিক্ষা ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের আসন সংখ্যা ৯৫টি (কোটাসহ) এবং মানবিকের জন্য আসন বরাদ্দ রয়েছে ২৫টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের শুধু বিজ্ঞান ও মানবিক শাখার ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিলের তারিখের মধ্যে (ব্যবসায় শিক্ষা ইউনিট+অন্যান্য ইউনিট একই সঙ্গে পাসকৃত শিক্ষার্থীসহ) বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করবে।
প্রসঙ্গত, হাইকোর্টের রায়ে বাতিল হওয়ায় বাণিজ্য শাখার উপস্থিত পরীক্ষার্থীদের শুধু এমসিকিউ অংশের পরীক্ষা আগামী ১৭ মে বেলা তিনটায় পূর্বনির্ধারিত অঞ্চলে নতুন আসনবিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
Leave a Reply