চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছে ঢাকার বৃহত্তর চট্টগ্রাম সমিতি।
শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে ঢাকার বৃহত্তর চট্টগ্রাম সমিতির আহবায়ক এম এ হাশেম রাজু বলেন, আমরা বলতে চাই, বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি এই চট্টগ্রাম বন্দর। দেশকে অর্থনৈতিকভাবে চালিকাশক্তি হিসেবে চট্টগ্রাম বিশেষ অবদান রেখে আসছে। কিন্তু, আমাদের এই চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হয়নি। আমরা এটি উন্নীত করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, আমরা আশা করছি আমাদের এই দাবি বর্তমান সরকার মেনে নেবে। আমরা এর বাস্তবায়ন দেখতে চাই।
ঢাকার বৃহত্তর চট্টগ্রাম সমিতির সদস্য সচিব অ্যাড. ফরিদ উদ্দিন খানের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. আবু হানিফা, মো. মন্জুর মোর্শেদ, অ্যাড. নাজিম উদ্দিন প্রমুখ।
Leave a Reply