খুলনায় ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) নগরীর খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম শাহনাজ পারভীন। তিনি ওই এলাকার আল আমিন হোসেনের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, সকালের দিকে বাসার ছাদে কাপড় নাড়ছিলেন গৃহবধূ শাহনাজ পারভীন। কিন্তু বাড়ির পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে হাতের স্পর্শ লাগলে গৃহবধূ শাহনাজ বিদ্যুতায়িত হলে অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply