1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

পাকিস্তানের কোয়েটার মারগেট এলাকায় বোমা বিস্ফোরিত হয়ে আঞ্চলিক পুলিশ বাহিনী ফ্রন্টিয়ার কন্সটাবুলারির চার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সেসব এলাকায় পাল্টা পদক্ষেপ জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এমন সময় আঞ্চলিক পুলিশ বাহিনীর চার সদস্য বোমা হামলায় নিহত হলেন।

পাক সংবাদমাধ্যম দ্য ডনকে হান্না উরাক স্টেশনের হাউজ অফিসার নাভিদ আখতার বলেছেন, হামলায় নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যদের লক্ষ্য করা হয়েছিল। বিস্ফোরণের প্রভাবে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত ও তিনজন গুরুতর আহত হন। আহতদের দ্রত সময়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস এবং সিপাহী খলিল ও সিপাহী জাহিদ।

আহতদের মধ্যে রয়েছেন ল্যান্স নায়েক জাফর, ল্যান্স নায়েক ফারুক এবং সিপাহী খুররম সেলিম।

হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের নভেম্বরের পর গত মার্চে দেশটিতে প্রথমবারের মতো সন্ত্রাসী হামলার সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এরপ্রেক্ষিতে নিরাপত্তা অভিযানও বাড়ানো হয়েছে।

পর্যবেক্ষক এ সংস্থাটি বলেছে, মার্চে সবমলিয়ে সন্ত্রাসী হামলা হয়েছে ১০৫টি। এসব হামলায় ৭৩ জন নিরাপত্তা কর্মী, ৬৭ জন বেসামরিক মানুষ এবং ৪৪ সন্ত্রাসীসহ ২২৮ জন নিহত হয়েছে। একই সময় আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ১২৯ জন সদস্য আহত হয়েছেন। অপরদিকে বেসামরিকদের আহতদের সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে।

সূত্র: দ্য ডন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট