1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

আর্জেন্টিনার আগুয়েরোকে সরিয়ে রেকর্ডবুকের শীর্ষে সালাহ

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

প্রথমার্ধেই হয়ে গিয়েছে ৩ গোল। টটেনহামের বিপক্ষে লিগ জিততে লিভারপুলের দরকার ছিল একটা ড্র। কিন্তু শুরুর ৪৫ মিনিটেই লিভারপুলের দুর্দান্ত ফুটবল লিড এনে দিল ৩-১ গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে অলরেডদের দূরত্ব তখন কেবল ৪৫ মিনিট। 

অথচ এতকিছুর মাঝেই অপেক্ষা ছিল একটা বিশেষ মুহূর্তের। পুরো মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা মোহাম্মদ সালাহ যে তখন পর্যন্ত গোলের দেখা পাননি! গত চার ম্যাচ ধরেই গোল নেই সালাহর পা থেকে। যদিও শিরোপার কাছাকাছি লিভারপুলকে টেনে এনেছিলেন তিনিই। কোডি গাকপো তো একবার নিজের সুযোগটাই তুলে দিয়েছিলেন সালাহর পায়ের কাছে। সেটা থেকেও গোল পাননি মিশরীয় এই তারকা।

৬৪ মিনিটে সেই আরাধ্য গোলও পেয়ে যায় লিভারপুল। ডি-বক্সের ভেতর বল পেয়ে বাম পায়ের চিরচেনা ভঙ্গিমায় গোল করেন মোহাম্মেদ সালাহ। লিভারপুল ভক্তদের প্রত্যাশা যেন পূরণ হলো ওই এক গোল দিয়েই। আর সেটা সালাহকে প্রিমিয়ার লিগে এনে দিল আরও একটা রেকর্ড।

টটেনহামের বিপক্ষে গোলের পর সার্জিও আগুয়েরোকে পাশ কাটিয়ে প্রিমিয়ার লিগে বিদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি (১৮৫) গোলের রেকর্ড নিজের করে নেন সালাহ। ২৭৫ ম্যাচে ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটির আগুয়েরো। আর লিভারপুলের হয়ে দুবার লিগ জেতা সালাহর গোল এখন ২৯৭ ম্যাচে ১৮৫টি। এই ১৮৫ গোলের ২টি অবশ্য করেছেন চেলসির জার্সিতে।

রেকর্ডের পাতায় আরও একটা দিকে সবার ওপরে উঠেছেন সালাহ। গতকালের গোলের পর প্রিমিয়ার লিগে সরাসরি ২৭২ গোলে যুক্ত ছিলেন (গোল এবং অ্যাসিস্ট) মিশরের এই উইঙ্গার। পেছনে ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগসকে। ওয়েলশ তারকা গিগস সরাসরি অবদান রেখেছিলেন ২৭১ গোলে।

সালাহ অবশ্য গোলের তালিকায় নিজেকে নিয়ে যেতে পারেন আরও অনেকটা ওপরে। প্রিমিয়ার লিগের  সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন ৫ নম্বরে। ১৮৭ গোল নিয়ে যেখানে তার ওপরে অ্যান্ডি কোলের। ইউনাইটেড কিংবদন্তি কোলকে এই মৌসুমেই টপকে যাওয়ার সুযোগ আছে সালাহর। এরপর সালাহর সামনে আছেন ইংল্যান্ডের তিন স্ট্রাইকার ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালেন শিয়ারার (২৬০)।

সবমিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ২৮ গোল ও ১৮টি গোলে সহযোগিতাসহ ৪৬ গোলে অবদান রেখেছেন সালাহ। যা প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মৌসুমে কোনো ফুটবলারের জন্য সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট