ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় আরব আলী (৫৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা নাম স্থানে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিলো। সিএনজিটি শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ পাঁচ যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, পঁচারবাড়ি এলাকায় দুর্ঘটনায় সিএনজিচালকসহ ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের কারো নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত জানাবো।
Leave a Reply