ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মাঠের লড়াইয়ে তেমন বড় তারকার দেখা মেলার সম্ভাবনা কম। তবে মাঠের বাইরে বিপিএলের আকর্ষণ বাড়াতে এবং ১১তম আসরকে মাতাতে আসতে পারেন একঝাঁক বিশ্বমানের তারকা।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের ১১তম আসর। তবে এখন থেকেই বিপিএল আয়োজনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছে বোর্ড। এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ক্রিকেট বোর্ড কার্যালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সম্প্রচার স্বত্বাধিকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিসিবি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিপিএলের সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। আজ সোমবার মিরপুরে গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘নিজের উদ্যোগেই কিন্তু প্রধান উপদেষ্টা এগিয়ে আসছেন। তারা বিশেষভাবে এটা নিয়ে কাজ করছেন। কীভাবে এটিকে আন্তর্জাতিক মানের ব্রান্ড করে তোলা যায়, কীভাবে এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়…বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণেরা কী করতে পারে, বাংলাদেশের খেলা কেমন। ‘অনেক কিছুই সম্ভব না। গ্লোবালি (বৈশ্বিকভাবে) সব টিভিতে যেতে পারব তা নয়। যদি প্রফেসর ইউনূস মাঠে আসেন, একটা বক্তব্য দেন…আমরা যদি দেখি বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার, হলিউড থেকে দারুণ একজন অভিনেতা-অভিনেত্রী এখানে আসছে, এটার সঙ্গে সংযুক্ত হচ্ছে, এটা নিশ্চয় মিডিয়াতে আসবে। এবং এটা সারা বিশ্বের মিডিয়াতে আসবে।
‘সেভাবেই কিন্তু এটার প্রচার হতে পারে। আমাদের চেষ্টা থাকবে বিশ্বব্যাপী এটা প্রচার করা। আমার ধারণা, এত দিন আমরা যতটুকু করতে পেরেছি তার চেয়ে বেশিগুণ এবার করা সম্ভব হবে।’-যোগ করেন তিনি।
কোন কোন তারকাদের দেখা যাবে সেটি অবশ্য খোলাসা করেননি ফাহিম, ‘আমি এখনই নাম বলতে পারছি না বা বলতে চাই না। ক্রিকেট হতে পারে বা বাইরের অন্য স্পোর্টসের হতে পারে। স্পোর্টসের বাইরেও হতে পারে। এমন কাউকে এবার দেখতে পারি।
Leave a Reply