বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ৩৮ বছরের পুরোনো দুটি জাহাজ, ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’, শিপ ব্রেকিং ইয়ার্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনস্যুরেন্সের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার পাশাপাশি ওপেন টেন্ডারে বিক্রির মাধ্যমে এই জাহাজ দুটির থেকে ৪০ কোটি টাকা বাড়তি আয়ের সুযোগ থাকছে।বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, কন্সট্রাকটিভ টোটাল লস পদ্ধতি অবলম্বন করে ইনস্যুরেন্স থেকে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিক্রির মাধ্যমে এই লাভবান হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।‘বাংলার জ্যোতি’ এবং ‘বাংলার সৌরভ’ ১৯৮৮ সালে তৈরি, এবং প্রতিটির ওজন ৩,৭৮৭ টন। বর্তমানে স্ক্র্যাপ লোহার দাম অনুযায়ী এই দুটি জাহাজ বিক্রি করলে প্রায় ৪০ কোটি টাকা লাভ হতে পারে।
গত ৩০ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে ‘বাংলার জ্যোতি’ চট্টগ্রামের ডলফিন জেটিতে তেল খালাসের সময় বিস্ফোরিত হলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। কয়েক দিন পর বহির্নোঙরে থাকা ‘বাংলার সৌরভ’ জাহাজেও বিস্ফোরণ ঘটে, এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনার পর বিএসসি এই দুটি জাহাজকে তেল পরিবহন থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয়।
Leave a Reply