নতুন বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি।
যদিও মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথভাবেই পালন করছেন তাহসান-মিথিলা। আয়রা অবশ্য বেশিরভাগ সময় থাকে মায়ের সঙ্গে। তবে বাবার সঙ্গেও সুযোগ পেলেই সময় কাটান।
মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনও সম্পর্কে জড়াননি তাহসান। তবে ২০২৫ সালের শুরুতেই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর খবর প্রকাশ্যে আনেন।
তাহসানের বিয়ের পর মিথিলার পুরোনো একটি সাক্ষাৎকার ফের ভাইরাল হয়েছে। যেখানে তাদের মেয়েকে বড় করে তোলার পেছনে মা=বাবার ভূমিকা নিয়ে কথা বলতে দেখা যায় এই তারকাকে।
মেয়েকে নিয়ে ভীষণ রকম সচেতন ও সাবধানী মিথিলা। সন্তান বড় করার ক্ষেত্রে মা-বাবার দু’জনের ভূমিকা যে আছে, সেটা তিনি অক্ষরে অক্ষরেই মানেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে মিথিলা বলেন, ‘আজকাল সন্তান বড় হলে বিদেশে চলে যায় পড়াশোনা করতে। তবে সন্তান বাইরে চলে গেলে বাবা-মায়ের ভিতরে যে অসহায়ত্ব কাজ করে সেটা প্রতি মুহূর্তে অনুভব করতে পারি। তাই মেয়েকে কখনও বিদেশে পাঠাতে চাই না।’
মিথিলা বার বার বলেছেন বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে। অভিনেত্রী মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে। অভিনেত্রীর কথায়, ‘আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। তাই তাহসানের সঙ্গে এখনও আমার বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়সই কথা হয় মেয়েকে নিয়ে।’
Leave a Reply