1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
সিট ৪৬০, ঢোকানো হয়েছে সাড়ে ৬০০’র বেশি দর্শক—ক্ষুব্ধ বরবাদ প্রযোজক রাতে ঘরে মিলল স্ত্রীর মরদেহ, দুপুরে স্বামীর মা নিজেই বঁটি দিয়ে দুই সন্তানকে হত্যা করেছেন : পুলিশ বিসিবিতে দুদকের সেই অভিযান নিয়ে যা বললেন ফারুক ‘ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করলে পারমাণবিক যুদ্ধ বাঁধাতেন পুরুষরা’ স্বরাষ্ট্র উপদেষ্টা মিথ্যা মামলায় হয়রানি না করার নির্দেশ পুলিশকে দেওয়া আছে ‘ওয়ারেন্টি দিচ্ছি, দেশের মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে’ ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট নিকারাগুয়ায় বিরোধীদের দমন-পীড়ন ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশকে হতাশ করে জয়ের দিকে এগুচ্ছে পাকিস্তান

গামছা বাহিনী দিয়ে জমি দখলে নিতেন প্রতিমন্ত্রী

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

‘রাজনীতি থেকে ক্ষমতা, ক্ষমতা থেকে রাজত্ব’ এভাবেই গড়ে উঠেছিল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর মুহিববুর রহমানের দখল সাম্রাজ্য। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন শত শত একর জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ক্ষমতায় থাকাকালীন তিনি গড়ে তুলেছিলেন ‘গামছা বাহিনী’। যারা জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও হামলার মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। বর্তমানে মুহিবুর পলাতক থাকলেও তার দখলদারিত্বের প্রভাব রয়ে গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে মুহিববুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তার রেখা কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় প্রায় ২০০ একর জমি দখল করেছেন। এসব জমির মধ্যে রয়েছে ব্যক্তিমালিকানাধীন, সরকারি খাসজমি, জলাভূমি ও ঘের। এমনকি তার আপন ভাই, শাহজালাল ইসলামী ব্যাংকের প্রকৌশলী তৌহিদুর রহমানের নামেও নথিভুক্ত হয়েছে কয়েক একর জমি।

স্থানীয়রা অভিযোগ করেন, যারা জমি দখলের প্রতিবাদ করতেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন, এমনকি সরাসরি হামলা চালানো হতো। ফলে পটুয়াখালীর বিভিন্ন অঞ্চলে তার নাম একসময় আতঙ্কের সমার্থক হয়ে উঠেছিল।

কলাপাড়ার ধুলাস্বর ইউনিয়নের ভুক্তভোগী মাহাবুব আলম বলেন, আমার বাবা মসজিদে ইমামতি করতেন। কষ্ট করে জমি কিনেছেন, আমি ঢাকায় রিকশা চালিয়ে ও ঢালাই কাজ করে দুই একর জমি কিনেছি। কিন্তু মুহিববুর রহমান আমার জমি জোর করে দখল করেছে। জমির কাছে গেলেই পুলিশ দিয়ে আমাদের মারধর করা হতো। জমির কাগজপত্র আমাদের নামে থাকার পরেও এখন আমরা সেখানে যেতে পারি না।

আরেক ভুক্তভোগী প্রিন্স খলিফা বলেন, আমি বাবার একমাত্র সন্তান। বাবার ২ একর ৩৭ শতাংশ জমি মুহিববুর রহমান জোর করে দখল করে সেখানে তিন তলা বিশিষ্ট ভবন বানিয়েছেন। আমি নিজের বাড়িতে না এলেও আমার বিরুদ্ধে ৮টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

ধুলাস্বর ইউনিয়নের আরেক ভুক্তভোগী ছলেমান বিশ্বাস বলেন, আমাদের তিন একর ৩৩ শতাংশ জমি দখল করেছে। সেসময় সিকদার রিসোর্টে ডেকে নিয়ে জাকাত হিসেবে ৮০ হাজার টাকা ধরিয়ে দেয় আমাদের। রাজি না হলে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে জেলে পাঠায়। আমাদের বাড়িঘর কুপিয়ে দেওয়া হয়েছে, ফলে আমরা পলাতক জীবনযাপন করছি।

পটুয়াখালী জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পি.পি.) অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন, মুহিববুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিলে সব ধরনের সহযোগিতা করবে সরকার।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মুহিববুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও জমি দখলের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে। তবে প্রশাসন এখনো তার অবস্থান শনাক্ত করতে পারেনি। বর্তমানে সাবেক এই প্রতিমন্ত্রী স্বপরিবারে পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট